সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ১ জুলাই সকালে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বাদশা মিয়ার ছেলে।
চনপাড়া ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফারুককে গ্রেফতার করা হয়েছে।তিনি চনপাড়া পূর্নবাসন কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। ফারুকের বিরুদ্ধে মাদক মামলার ৩টি ওয়ারেন্ট রয়েছে।