আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে নৈশপ্রহরীকে হত্যা

সোনাগাঁয়ে নৈশপ্রহরীকে হত্যা

সোনাগাঁয়ে নৈশপ্রহরীকে হত্যা

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁয় উপজেলার বাইশটেক এলাকায় নুরুল ইসলাম শিকদার (৬৫) নামে এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৪ জুন রবিবার সাদীপুর ইউনিয়নের বাইশটেক এলাকায় একটি শালবনে সকালে নুরুল ইসলাম শিকদারের লাশ পড়ে থাকা দেখতে পায় এলাকাবাসী।

স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। নিহত নুরুল ইসলাম একই গ্রামের দুলু হাজীর ছেলে।

জানা যায়, শনিবার (২৩ জুন) রাতে একটি মুরগীর খামারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন নুরুল ইসলাম। ওই রাতের যেকোনো সময় তাকে হত্যার পর পাশের শালবনে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) জসীম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে ফেলে গেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।