নিজস্ব প্রতিবেদক:
বন্দরে এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের নতুন পোষাক দিয়েছে আমরা বন্দরিয়ান্স নামে বন্দরের একটি ফেইসবুক গ্রুপ। এ নিয়ে দ্বিতীয় বারের মতো ঈদের নতুন পোষাক বিতরনের আয়োজন করলো এই গ্রুপটি। বন্দরের কয়েকজন তরুনের নিজস্ব প্রচেষ্টায় ‘ঈদ স্মাইল কর্মসূচি’র মাধ্যমে অর্ধশতাধিকের উপরে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করে গ্রুপটি।
গত শুক্রবার ও শনিবার বন্দরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্নস্থানের এতিম ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বন্দরের সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদবস্ত্র তুলে দেয় ফেসবুক গ্রুপ ‘আমরা বন্দরিয়ান্স’। কিছু উদ্যমি ও মানবিকগুনে উদ্ভাসিত তরুন-তরুনীর প্রাণের এই গ্রুপ, সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করে মানুষের পাশে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য এই গ্রুপের প্রতিটি সদস্যের। বছরের বিভিন্ন সময় নানারকম মানবিক কাজ করে আসছে গ্রুপটি। বন্দরকে আরো সুন্দর ও সমৃদ্ধ করে তুলতে সকলকে নিয়ে কাজ করে যাওয়া গ্রুপের অন্যতম লক্ষ্য। তাই তারা ভার্চুয়াল জগতে বন্দি না থেকে বাস্তবে অবিরাম কাজ করে যাচ্ছে। অনলাইন ভিত্তিক এ সংগঠনের এডমিন প্যানেল আমাদের জানান, “আমরা নিজেদের ব্যক্তিগত খ্যাতিতে বিশ্বাসী নই। আমাদের সংগঠনের মাধ্যমে বন্দরের অসহায়দের পাশে এসে দাঁড়াতে পেরেছি এটাই আমাদের স্বার্থকতা। উল্লেযোগ্য বিষয় হলো,অনলাইনের মাধ্যমেই মূলত সদস্যদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছে গ্রুপটি। মহৎ হৃদয়ের সদস্যরা গ্রুপের বিভিন্ন মানবিক কাজের উদ্যোগে স্বেচ্ছায় বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার হাত। তাদের স্বেচ্ছাকৃত এই দানের অর্থের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ স্বচ্ছতা ও সফলতার সাথে সম্পন্ন হয়ে আসছে। গ্রুপের কাজগুলো সুসম্পন্ন করতে নিরলস কাজ করে যাচ্ছে একদল স্বেচ্ছাসেবক। গ্রুপের সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত কার্যক্রমগুলোর ফলে হাসি ফুটছে সুবিধা বঞ্চিত মানুষের হৃদয়ে। সেই ধারাবাহিকতায় এবারের ‘ঈদ স্মাইল ২০১৮’। দুইটি পর্বে ভাগ করা হয়েছে ঈদ স্মাইলের এই প্রোগ্রামকে। শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপি চলে এই কার্যক্রম। মানুষ চাইলে দলমতের উর্দ্ধে উঠে কল্যানকর কিছু করতে পারে, ‘আমরা বন্দরিয়ান্স’ তার অন্যতম উদাহরন।