নিজস্ব প্রতিবেদক:
রমজান প্রায় শেষ পর্যায়। আর মাত্র কয়েকদিন বাকি তারপর শুরু হবে মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ-উল-ফিতর। আর এই সময় সবাই ব্যস্ত দিন পার করে। সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে মেয়েরা বিভিন্ন ড্রেস এবং ড্রেসের সাথে মিলিয়ে চুড়ি, গয়না, কসমেটিক কিনে থাকেন। সবাই চায় ঈদে নিজেকে নতুন করে সাজাতে। কিন্ত এতকিছু কেনাকাটার পরও মনে কেন জানি সায় দেয় না। ঈদ আসছে আর হাতে মেহেদী দিবে না তা কি হয়। তাই সবার ঈদের খুশিকে আরও একটু বেশি আনন্দের করার জন্য পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ফেইসবুক গ্রুপ নারায়নগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠন থেকে ঈদ মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের রঙে নিজেকে রাঙাতে হাতকে মেহেদীর সাজে সাজাতে এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। মেহেদি উৎসবে অংশ নেয়া নারীদের হাত রাঙ্গাবে উৎসবের উদ্যোক্তা দুই নারী, যা আপনার এবারের ঈদের সাজকে করবে আরো রঙিন। উৎসবটি চলবে সকাল ১০ থেকে রাত ১০ টা পর্যন্ত। ডিজাইনের সাজের ফুলঝুড়ি নিয়ে উপস্থিত হচ্ছেন তারা, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলে ব্যাপক সাড়াও পেয়েছেন নারীদের।
খুব কম খরচে মেহেদি দেওয়ার সুব্যবস্থা নিয়ে মেহেদী উৎসব চলবে ১২ থেকে ১৫ জুন পর্যন্ত । মেহেদী উৎসব হবে রিফা বুটিক হাউজের শো-রুমে। মেহেদী উৎসবে থাকছে রিফা বুটিক হাউজের ড্রেস ও এক্সক্লুসিব ব্যাগের কালেকশন। থাকছে বি গরজিয়াস ও আরিয়া কালেকশনের জুয়েলারি এবং কসমেটিক। জুয়েলারি ও কসমেটিক,ড্রেস, ব্যাগ এর উপর থাকছে ২০% পর্যন্ত ছাড়। উৎসবে মেহেদী দেওয়ার জন্য থাকবে ইয়াসফিন আলম ও সানজানা রাহমান। এছাড়াও থাকছে ফ্রি ফটোগ্রাফি করার জন্য স্টুডিও লগ্নের পক্ষ থেকে অনিক আলম সবাইকে সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য।