আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্কুলছাত্রের মরদেহ

স্কুলছাত্রের মরদেহ

 

নিজস্ব প্রতিবেদক:
উপজেলায় অপহরণের একদিন পর জয়ন্ত চন্দ্র দাস (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বানিয়াদি এলাকার দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয়ন্ত বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে শিশু মেলা কিন্ডার গার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি বাবা চৈতন্য একজন কলা বিক্রেতা। কলা বিক্রি করে কোনো রকম সংসার চলে। ছেলেকে কষ্ট করে লেখা-পড়ার খরচ চালিয়ে আসছেন। মঙ্গলবার (৫ জুন) বিকেলে স্কুল থেকে আসার পথে শিশু জয়ন্ত চন্দ্র দাসকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা চৈতন্য চন্দ্র দাসের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির বাবা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
বুধবার বিকেলে বানিয়াদি এলাকার সুরিয়া বেগমের পরিত্যক্ত বাড়ির একটি ঘরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তবে পরিবারের দাবি অপহরণের ঘটনা পুলিশকে জানালেও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা যথাযথ চেষ্টা চালিয়েছি। চেষ্টার কোনো কমতি ছিলো না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার রাজকুমারের ছেলে অনিক ও জাহাঙ্গীরের ছেলে আলমগীরকে আটক করা হয়েছে।