আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে

 

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক‘অঞ্চল) মো. শরফুদ্দীন বলেন, ফতুল্লায় মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ প্রশাসন জিরো টলারেন্সে আছে। ফতুল্লায় চাকুরী করে সাংবাদিক ও এলাকাবাসীর ঐকান্তিক সহযোগিতার কথা ও আপনাদের ভালোবাসা আমার স্মরণ থাকবে। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের এই মহতী আয়োজনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে শরীক হয়ে আমি ধন্য হয়েছি।
তিনি আরও বলেন, উপস্থিত সকলের কাছে আমাদের আবেদন আপনারা আমাদেরকে মাদক ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিবেন, আমরা আপনাদের পরিচয় গোপন রেখে কাজ করবো। ক্লাবের সকল সাংবাদিকসহ সবাইকে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণজিৎ মোদক। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক এআর কুতুবে আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম, ইন্সপেক্টর (অপারেশন) মো. মজিবুর রহমান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মীর মোজাম্মেল হোসেন, এড. হাজী মশিউর রহমান শাহীন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক মো. সোহেল আহম্মেদ , ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এমএ সামাদ মতিন, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি হাজী ওবায়দ উল্লাহ, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের আহব্বায়ক আনিসুজ্জামান অনু, সময় নারায়ণগঞ্জ ডট কম অনলাইলেনর সম্পাদক মাহবুবুর রহমান খোকা, পরিচালক সহিদুল ইসলাম সহিদ ,বাজার কমিটির সাধারন সম্পাদক হাজী মো. শাহজাহান ভূঁইয়া, সমাজ সেবক কাজী আব্দুল করিম, সৈয়দ মিজানুর রহমান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ, ব্যবসায়ী লুৎফর রহমান চৌধুরী,কাজী মোশাররফ হোসেন,কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ রানা, অধ্যক্ষ এ্যাড.মোহম্মদ আলমগীর হোসেন, পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, শিক্ষক ওমর ফারুক, মো. জসিম উদ্দিন , মো. মোখলেসুর রহমান, ডা. সিরাজুল ইসলাম, ফতুল্লা জেনারেল হাসপাতালের পরিচালক মো.রাফিউল হাকিম মহিউদ্দিন, রিপন চৌধুরী, সবুর খান মোহাম্মদ হোসাইন মহসীন। ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সুজন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য এমএ সুমন, আনোয়ার হোসেন সজীব, আ. কায়ুউম খান, রাকিব চৌধুরী শিশিরসহ আরো অনেকে।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, ফতুল্লা মডেল থানা মসজিদের ইমাম কারী রমজান আলী।