নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ শ’ গ্রাম হেরোইন ও ৫ শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার পুলিশ গত ২ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁনমারী এলাকায় অভিযান চালিয়ে ৫ শ’ গ্রাম গাঁজাসহ হান্নানের স্ত্রী সাথী আক্তার (২০) কে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবি পুলিশ গত ২ জুন মাসদাইর এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ রনি ওরফে বুলেট রনি (৩০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার আ.ওহাব মিয়ার ছেলে ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।