আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫টি ট্রাকসহ পুলিশ বক্স খাদে, আহত-৩

ট্রাকসহ পুলিশ বক্স খাদে

ট্রাকসহ পুলিশ বক্স খাদে

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মহাসড়কের পাশে পাটাতন ধ্বসে ৫টি বালু ভর্তি ট্রাকসহ ট্রাফিক পুলিশ ব· খাদে পরে গেছে। এতে ট্রাফিক পুলিশ সহ তিন জন আহত হয়েছে। শনিবার (২ জুন) সকাল ৯ টায় মহাসড়কের উত্তর পাশে রাস্তা সংস্কারের জন্য খাল ভরাটের কাজ চলাকালীন এ ঘটনাটি ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলো, ট্রাফিক পুলিশের এএসআই হারুন, রেকার চালক ইব্রাহীম ও হেলপার খলিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে অবস্থিত পুলিশ ব·ের পিছনের খালের কিছু অংশ বালু দিয়ে ভরাট করার কাজে ট্রাক থেকে বালু নামানোর সময় খালের পাশে অবস্থানকারী ৫টি ট্রাকের ওজনে হঠাৎ করে রড, সিমেন্ট ও ইটের তৈরী পাটাতনটি ধ্বসে পুলিশ ব·সহ ট্রাক গুলো খাদে পরে যায়। এসময় পুলিশ ব·ে অবস্থান নেওয়া ট্রাফিক পুলিশের এএসআই হারুন, রেকারের চালক ইব্রাহীম ও হেলপার খলিল আহত হয়। এদের মধ্যে ড্রাইভার ইব্রাহীমের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর জিয়া জানায়, মহাসড়কের উত্তর পাশে রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। টেন্ডার পেয়ে হাসমত আলী হাসু এ রাস্তাটি ৬০ ফুট প্রশস্থ করনের লক্ষে কাজ শুরু করেছে। সকালে ঠিকাদারের লোকজনকে পুলিশ ব·টি যে পাটাতনের উপর অবস্থিত তার উপর ট্রাক না উঠানোর জন্য নিষেধ করা সত্তে¡ও তারা একসাথে ৫টি বালুভর্তি ট্রাক পাটাতনে উঠিয়ে বালু ফেলছিলো। এসময় ট্রাকের লোড নিতে না পেরে ৫টি ট্রাক ও পুলিশ ব·টিসহ পাটাতনটি ধ্বসে পরে। এত আমাদের একজন এএসআইসহ ৩ জন আহত হয়েছে।