আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সবাইকে অসহায়দের পাশে দাড়িয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে:সাবেক এমপি কায়সার

সবাইকে অসহায়দের পাশে

সবাইকে অসহায়দের পাশে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, যারা অসহায় বা আর্থিকভাবে দূর্বল তাদের পাশে দাড়ানো এবং তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেয়াই রোজার মাসে আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। আল্লাহপাক যে কাজে খুশি হবেন এবং যে কাজ করলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব সে কাজ আমাদের বেশী বেশী করতে হবে। আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাধ্যমে আমাদের খাঁটি মুমিন হিসেবে গড়ে উঠতে হবে।

আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে কাজ করে যাই। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার অদূরে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম উদ্দিন আহম্মেদ ও যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, বর্তমান সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগ সভাপতি মান্নান মিয়া, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রোমান, যুগ্ম সম্পাদক শামীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিঃ সিরাজুল ইসলাম শাহীন, পরিবেশ বিষয়ক সম্পাদক টিটু, সমাজকল্যাণ সম্পাদক জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মাছুম, বৈদ্যরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাকির, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জামান, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, এরশাদ, সেলিম, ছাত্রলীগ নেতা কাওসার, পাভেল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিচালিত দোয়ায় সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।