আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইয়াবাসহ আটক-২

ফতুল্লায় ইয়াবা

ফতুল্লায় ইয়াবা

 

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শ’ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই ইলিয়াস জানান, এএসআই আব্দুল গাফ্ফার তালুকদার গত ৩১ মে দিবাগত রাতে দেওভোগ এলাকায় মাদকের বিশেষ অভিযান চালায়। এ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জীবন (২৫) কে গ্রেপ্তার করেছে। সে দেওভোগ শান্তিনগর এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
শুক্রবার (১লা জুন) সকাল সাড়ে ৭টায় বিসিক ২নং গেইট এলাকায় মাদকের আরেকটি বিশেষ অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদ ওরফে হাত কাটা শহিদ (৪৩) কে গ্রেপ্তার করেছে। হাতকাটা শহিদ বন্দর এলাকার মো. মৃত আবুল কাশেমের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় গাফ্ফার তালুকদার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে।