নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জ থেকে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে র্যাব সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া এলাকার বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান, বিহারি ক্যাম্পে বিপুল পরিমান মাদকের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালানো হয়। পুরো ক্যাম্প ঘেরাও করে র্যাব সদস্যরা ঘরে ঘরে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন ঘর থেকে ১৬ কেজি গাঁজা ও ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে র্যাব ১২ জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামীদেরকে মাদকের মামলায় পর্যায়ক্রমে জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা বিহারি ক্যাম্পের বিহারি গোষ্ঠীর বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা এখানে অবস্থান করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এই মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা বলে জানান তিনি।