![রূপসী-ইসলামিয়া-দাখিল-মাদ](https://i0.wp.com/sangbadchorcha.com/wp-content/uploads/2018/05/32260728_632106170473985_3557481420836306944_n.jpg?resize=718%2C518&ssl=1)
তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রথম পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন ২৮ শে এপ্রিল থেকে শুরু হয়ে তা শেষ হবে ২০ শে মে। রেজিস্ট্রেশন ফরমের জন্য যোগাযোগ করতে হবে, প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি সভাপতি মুফতি ওবায়দুল হক, সেক্রেটারি কাজী মোঃ মাসুম বিল্লাহ । ফোন- ০১৮১৮-৭৬০৭৬০, ০১৯১৮২৭৬৭০৭।
১৯৭৩ ইং হতে ২০১৮ইং পর্যন্ত যারা দাখিল পাস করেছে বা অধ্যয়ন করেছিল এমন সকল ছাত্র-ছাত্রী এই পুনর্মিলনীতে অংশগ্রহন করতে পারবে,
ফোন-০১৯১৮-২৭৬৭০৭,মাহবুব-০১৯৪৪-৭০৭২৭১,হাবিবুল্লাহ মাহফুজ-০১৯১৮-৩৩৩২২৩।
অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়নে থাকবেন মাওঃ মোখলেছুর রহমান, মাসুদুর রহমান খাঁন,জহির হোসেন, নুরুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
![](https://i0.wp.com/sangbadchorcha.com/wp-content/uploads/2018/05/32235580_1278056148991228_6194812741849448448_n-e1526142407176.jpg?resize=415%2C553&ssl=1)