নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর এক শিক্ষার্থীকে সীতাকুন্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৪ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাবার কথা বলে ওই শিক্ষার্থী বাড়ী থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিখোজ শিক্ষার্থীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। রোববার সকালে চট্রগ্রামের সীতাকুন্ড বাজারের পাশে একটি বাড়ী থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ ।
শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সবজেল আহমেদ জানান, বরপা এলাকার অন্তিম নিটিং গার্মেন্টের কর্মচারী ও দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন দেবীপুর এলাকার মজলুম হোসেন পরিবার নিয়ে উপজেলার বরপা এলাকায় আইছালীর ভাড়াবাড়িতে বসবাস করে আসছেন। তার মেয়ে মিথিলা ফারজানা মৌ স্থানীয় বরপা নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণীর শিক্ষার্থী। ৪ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয় মিথিলা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় ৮ এপ্রিল শিক্ষাথীর মা শামসুন্নাহার রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। এদিকে আধুনিক প্রযুক্তির সহায়তায় রোববার সকাল ৮টার দিকে চট্রগ্রামের সীতাকুন্ড বাজারের পাশে একটি বাড়ী থেকে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মিথিলাকে উদ্ধার করেছেন পুলিশ।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিখোজ হওয়া শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি প্রেমঘটিত বলে ধারনা করা হচ্ছে।