আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবা ও গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১ পলাতক-১

বন্দর প্রতিনিধি:
বন্দর ফাঁড়ী ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৬’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার রাতে বন্দর থানার সিএসডি গেইট ও মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় পুলিশ মাহমুদ (৫২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও গাঁজা বিক্রেতা সিপন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে।
জানা গেছে, বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক অজয় কুমার পালসহ সঙ্গীয় র্ফোস শুক্রবার রাতে বন্দর একরামপুরস্থ সিএসডি গেইট এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একরামপুর এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী মাহমুদকে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার এএসআই জালালসহ সঙ্গীয় র্ফোস মাহমুদনগর এলাকায় মৃত হামিদ মিয়ার বাড়ীতে অভিযান চালায়। অভিযান চলাকালে গাঁজা ব্যবসায়ী সিপন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ মাদক ব্যবসায়ী বসত ঘর তল্লাশী করে ৬’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে আরো একটি মামলা রুজু করে। এ রির্পোট লেখা পর্যন্ত ইয়াবা ব্যবসায়ী মাহমুদকে মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।