সংবাদচর্চা ডেস্ক:
রূপগঞ্জে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় পুলিশ আশা পরিবহনে তল্লাশী চালিয়ে প্রায় ৯০০ বোতল (তিন বস্তা ) বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে যাত্রীবাহি বাস ও চালক জামাল মিয়াকে আটক করেছে পুলিশ।
আটককৃত জামাল সুনামগঞ্জের টেরাপুর এলাকার মমতাজউদ্দিনের ছেলে। শুক্রবার সকালে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, শুক্রবার ভোরে দিকে যাত্রীবাহি বাস সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা (ঢাকা-মেট্রো-ব-১১-০০৭৮) তারাব বিশ্বরোডে পৌঁছলে পুলিশের সন্দেহ হয়।
পরে বাসের গতিরোধ করে তল্লাশী চালিয়ে বাসের নিচের বক্স থেকে তিনটি বস্তায় প্রায় ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।