নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৩ শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় পৃথক অভিযানে মাদকসহ ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সালাউদ্দিন (৩৫), নূর মোহাম্মদ (৩৭), সফিক(৩২), কেয়ায়েতুল্লা (৩৮) ও বিশাল (৩০)।
আটকের খবরের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাসুদ রানা জানিয়েছেন, পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রথমে সিদ্ধিরগঞ্জ ভূমি পল্লি আবসন এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকা থেকে অপর একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ ‘ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।