র্যাব মহাপরিচালকের জাহাজে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সদর উপজেলার কাশীপুরে অরিয়ন গ্রুপে তেলবাহী সরবরাহকারী জাহাজে ডাকাতির ঘটনায় প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। জাহাজটি মালিক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
ডাকাতির বিষয়টি নিয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারাও বেশ নড়চড়ে বসেছেন। তবে ওরিয়ন গ্রুপের দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা গণমাধ্যম কর্মীদের জানান, জাহাজের মালিক র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে বুড়িগঙ্গা নদীতে তেলবাহী জাহাজটি অরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রে জেটিতে আসার পর পরই এই ডাকাতির ঘটনা ঘটে। ‘এম ভি প্যাসিডর’ নামের ওই জাহাজে হানা দিয়ে লোকজনদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১ লাখ ২২ হাজার টাকা, ১৮শ’ লিটার জ্বালানী তেল, ১৫টি মোবাইল সেট, চারটি ফ্যান ও ১টি ফ্রিজ লুটে নিয়েছে।
ঘটনার পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, চর কাশীপুরের এই এলাকায় প্রায় ডাকাতির ঘটনা ঘটে। সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রের পাশেই বাধন নামে একটি গার্মেন্টে ডাকাতি করতে এসে ফিরে যায় ডাকাত সদস্যরা। ওই এলাকায় জাহাঙ্গীর নামে একজন ডাকাতের সোর্স রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, জাহাজের চালক রিপন বাদী হয়ে একটি মামলা করেছে। তদন্ত করে দেখা হচ্ছে।