আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জে পানির সংকটে মানববন্ধন

পানির সংকটে

নারায়নগঞ্জে পানির সংকটে মানববন্ধনপানির সংকটে

সংবাদচর্চা ডেস্ক:

নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডবাসী পানির হাহাকার ও সংকটাপন্ন পরিস্থিতি থেকে রেহাই পেতে এবং ৭ মাস ধরে বিকল হওয়ায় পানির পাম্প দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪নং ওয়ার্ডবাসী দীর্ঘ ৭ মাস ধরে পানির অভাবে ভুগছে। মানুষের কষ্টের সীমা নেই। যেই পানি না হলে মানুষ বাঁচতে পারেনা সেই পানিই মিলছেনা ২৪নং ওয়ার্ডবাসীর ভাগ্যে। আমরা আর বরদাশতঃ করবোনা যাকে আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছি সেই এমপি ৭ মাস পরে এসে খবর নেন আমাদের। বলি এমপি সাহেব এই ৭ মাস আপনি কোথায় ছিলেন?

আপনার কোন প্রতিনিধি দিয়ে এলাকাবাসীর কোন খোঁজ খবর নিয়েছিলেন। আপনি ভুলে যাবেননা আমাদের ভোটে আপনি এমপি হয়েছেন সুতরাং আমাদের দুঃখ-কষ্টভাগ করে নেয়া আপনার উচিত। আমরা মেয়র মহোদয়েরও সহযোগিতা কামনা করছি। আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করলে আজকে আমাদের এই দুরবস্থা হতোনা।

আমরা এই সংকট থেকে বাঁচতে চাই। আমাদেরকে মুক্তি দিন। ওয়াসাকে ৭দিনের আল্টিমেটাম দিচ্ছি যদি ৭দিনের মধ্যে এই ২৪নং ওয়ার্ডবাসীর পানির সমস্যা সমাধাণ না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবো। আপনারা পানি নিয়ে তামাশা বন্ধ করুন। নয়তো পরিণতি খুব ভয়াবহ হবে তখন নিয়ন্ত্রণ করা কারো সাধ্য হবেনা।

রবিবার সকাল ইসলামবাগ পঞ্চায়েত কমিটির সদস্য ফয়সাল আহমেদের নেতৃত্বে নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ মানববন্ধন হয়।

আয়োজিত মানববন্ধনে অংশ নেন ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আবদুস সামাদ,সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, হাবিবুর রহমান বাবুল,কদমরসুল পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আরিফউদ্দিন আহমেদসহ নারী-পুরুষ,আবাল-বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের জনসাধারণ।