আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দু ভাইয়ের সংঘর্ষে আহত ৫

সংঘর্ষে আহত ৫

আড়াইহাজারে দু ভাইয়ের সংঘর্ষে আহত ৫
সংঘর্ষে আহত ৫রফিকুল ইসলাম রানা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দু ভাইয়ের মধ্যে জমির আইল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন গুরুতর আহত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে।

হাসপাতালে ভর্তি থাকা আহতরা জানান, ওই গ্রামের আপন সহোদর আলাউদ্দীন ও কফিলউদ্দীনের মধ্যে দীর্ঘ দিন যাবত জমির আইল নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় দু ভাইয়ের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে তা উভয় পরিবারের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হয় আলাউদ্দীন (৭০) মাইনউদ্দীন (২৮) সোহেল (২৬) কফিলউদ্দীন (৬৬) ও আবুল হোসেন (৩০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানা পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।