সংবাদচর্চা রিপোর্ট:
করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা ৪৩৭১) কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ। ।বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে আলীগঞ্জ লেবার হলে পলাশ নিজে উপস্থিত থেকে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এর আগে তিনি, কর্মহীন অসহায় ট্রাক চালক-শ্রমিক, দিনমজুর, রিকশা চালক, ব্যাটারি চালিত অটোবাইক চালক, লোড আনলোড শ্রমিকসহ এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, পেঁয়াজ, তেল, লবন।