আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অক্টোবর বিপ্লব শত বর্ষ উদযাপন পরিষদ নেতাকর্মীদের উপর দূরবত্তদের হামলা

নিজস্ব প্রতিনিধি ঃ ১৯১৭ সালে রাশিয়ায় একটি সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে এবং সেই বিপ্লব কেবল রাশিয়ায় নয় পুরো পৃথিবীর অভিক্ষতা বদলে দেয়। মানুষকে শ্রম দাস হিসেবে নয়,মানুষকে তার মানবিক মর্যাদায় আসীন করবার লক্ষে যে বিপ্লব সমপন্ন হয়েছে তার প্রাসঙ্গিকতা আজও বিদ্যমান। ১০০ বছর পরেও আমরা গভীর শ্রদ্ধার সাথে এবং সংগ্রামী চেতনায় স্মরণ করি। ঢাকায় কেন্দ্রীয় ভাবে ভাষা সৈনিক আহমদ রফিক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চেীধুরীকে আহ্বায়ক করে অক্টোবর বিপ্লব শত বর্ষ উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে এবং সারা দেশেই জেলায় জেলায় কমিটি গঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে অক্টোবর বিপ্লব শত বর্ষ উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে এবং সেই কাজের অংশ হিসেবে অক্টোবর বিপ্লব শত বর্ষ উদযাপন পরিষদের পোস্টার লাগানোর সময় কতিপয় দুর্বৃত্ত গত ২৪/০৯/২০১৭ রাত ৯ টায় চাষাড়াস্থ ঊত্তরা ব্যাংক এর এটিএম বুথ সংলগ্ন স্থানে (মার্ক টাওয়ারের দক্ষিন পাশে) পোস্টার লাগানোর কর্মীদের সাথে ধাক্কা-ধাক্কি করে, গায়ে হাত তোলে, গালাগালি করে এবং আবার পোস্টার লাগাতে দেখলে মারার হুমকি দেয়। ঐ স্থানে ১) আলমগীর হোসেন (৩৪), পিতা-মো সুরুজ মিয়া, ঠিকানা- মধ্য ইসদাইর, ফতুল্লা ২) আব্দুল আজিজ (৫৬), পিতা-মৃত ইদ্রিস মিয়া, ঠিকানা- ডিএনডি রোড, গলাচিপা ৩) বিমল কান্তি দাস (৫৪), পিতা-অনন্ত কান্তি দাস, ঠিকানা- ২০৯, নিউ চাষাড়া পোস্টার লাগানোর কাজে নিয়োজিত ছিল। এই ঘটনায় অক্টোবর বিপ্লব শত বর্ষ উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব ভবানী শংকর রায় আজ ২৬/০৯/২০১৭তারিখে নারায়ণগঞ্জ সদর থানায় একাট সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নম্বর হচ্ছে-১০৭১।
অক্টোবর বিপ্লব শত বর্ষ উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রথীন চক্রবর্তী, সন্ত্রাস র্নিমূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সমন¦ায়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন¦ায়ক তরিকুল সুজন ,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল তীব্র ক্ষোভ এবং নিন্দা জানান। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

স্পন্সরেড আর্টিকেলঃ