আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বধির হাই স্কুলে পূজা মন্ডবের কার্যক্রম পরিদর্শন করছেন , এ্যাডঃ তৈমূর

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বধির হাই স্কুলে স্থাপিত পূজা মন্ডবের কার্যক্রম ও প্রস্তুতি পরিদর্শন করছেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থা ও ঢাকা বধির হাই স্কুলের চেয়ারম্যান এ্যাডঃ তৈমূর আলম খন্দকার। পরিদর্শনের সময় সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহি খানসহ কর্মকর্তাবৃন্দ এবং স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এবং পূজা উৎযাপন কমিটির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক ও সভাপতি প্রদীপ কর্মকার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই বারই সংস্থার অনুমোদনে ঢাকা বধির হাই স্কুলে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা সংস্থার ৬০ বৎসরের ইতিহাসে ইতোপূর্বে হয় নাই। প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শনের সময় এ্যাডঃ তৈমূর আলম খন্দকার বলেন যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। ফলে যার যার ধর্ম তারা নির্বিঘে পালন করার জন্য পারস্পরিক সহযোগীতা প্রদান করতে হবে।

তিনি আরো বলেন যে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ও মিয়ানমারে যে ভাবে সাম্প্রদায়িক নির্যাতন হয় তা বিশ্ববাসী ঘৃণার চোখে দেখলেও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্মিতির এক উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। পূজা কমিটিকে সর্বাতক সহযোগীতা করার জন্য তিনি সংস্থার প্রশাসনিক বিভাগকে নির্দেশ প্রদান করে। প্রথম বারের মত ঢাকা বধির হাই স্কুলে পূজা মন্ডব স্থাপন করার অনুমোদন দেয়ায় স্থানীয় হিন্দু সমাজ ও পূজা কমিটি সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ তৈমূর আলম খন্দকারকে মোবারকবাদ জানান।

স্পন্সরেড আর্টিকেলঃ