নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ পথে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু তোরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুরে মডেল গ্রুপের সহযোগিতায় নির্মিত তোরণটি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় সরকার উপ-পরিচালক ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম বেপারি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার ইউএনও আরিফা জহুরা, মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এ তোরণের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকান্ড টেরাকোটার মাধ্যমে উপস্থাপিত হওয়ায় তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি জানতে আগ্রহী হবে। বঙ্গবন্ধু তোরণের সাথে যুক্ত হতে যাওয়া সুদৃশ্য জামদানি ফোয়ারা, দৃষ্টিনন্দন সেতুসহ ওয়াটারবডি, অত্যাধুনিক চিলড্রেনস কর্নারসহ নানা আকর্ষণীয় স্থাপনা নারায়ণগঞ্জের ইতিহাস,ঐতিহ্য ও ইকোট্যুরিজমের উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবে।