আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩৫ লিটার মদসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

৩৫ লিটার মদসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

৩৫ লিটার মদসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের১নং সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৬৮ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল (ওজন অনুমান ৩৫ লিটার, মূল্য অনুমান ১৪ হাজার টাকা), নগদ ১ হাজার ৫ শ’ ৯০টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব-১১।

সোমবার (৩ সেপ্টেম্বর) র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক পাঠানো এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নগরীর ১নং সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা।

অভিযানকালে ফতুল্লার পঞ্চবটি এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মো: রতন (৩২) অপরজন মধ্য সস্তাপুর এলাকার বাসিন্দা মৃত লোকমান হোসেনের ছেলে মজিবর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

উল্লেখিত আসামীদ্বয় এ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে জেলা সদর মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।