আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০ ডিসেম্বর সারা দিন গোলাম দস্তগীর গাজী কে নৌকায় ভোট দিন: রফিক

নবকুমার:কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কায়েতপাড়া বাসির উদ্দেশে বলেছেন, গোলাম দস্তগীর গাজী একজন ভালো মানুষ । আপনারা আগামী ৩০ ডিসেম্বর সারা দিন গোলাম দস্তগীর গাজীকে নৌকায় ভোট দিন।

রবিবার কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

রফিক বলেন ,গোলাম দস্তগীর গাজীর বিজয় নিশ্চিত করে সারা বাংলাদেশের মধ্যে সবার আগে রূপগঞ্জ আসনটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে উপহার দেয়া হবে। এবং রূপগঞ্জ বাসিকে গোলাম দস্তগীর গাজীর মাধ্যমে মন্ত্রী উপহার দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন.মিনারা বেগম, এনামুল হক, সহ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।