আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫ পরিবারকে ক্র্যাক প্লাটুন টিমের সহায়তা

সংবাদচর্চা অনলাইনঃ

সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ারস টিম নারায়ণগঞ্জ ও প্রজেক্ট -১০০ এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের পাগলা এলাকার রসুলপুরে ২৫ টি দুঃস্থ এবং অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে টিমের সদস্যরা স্বশরীরে অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেন। মূলত করোনাকালে দুঃস্থ ও অসহায়দের পাশে দাড়ানোর লক্ষ্য নিয়ে গঠন করা হয় মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস দের সংগঠন সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ারস টিম। সেই লক্ষ্য পূরণে করোনার হটস্পট নারায়ণগঞ্জে নিরলসভাবে কাজ করে যাচ্ছে টিমের সদস্যরা।

এ বিষয়ে ক্র্যাক প্লাটুন টিম নারায়ণগঞ্জ এর সদস্য সৈয়দ তানভীর আহমেদ বলেন, আমরা করোনাকালে চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থেকে কাজ করার। আমাদের সামান্য চেষ্টায় এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা ভাগাভাগি করে নিতে পেরেছি ঈদের আনন্দ। ইনশাআল্লাহ দেশের যেকোন পরিস্থিতিতে আমরা মানবতার সেবায় কাজ করে যাব।