নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলো। কেউ কেউ সভা-সমাবেশের আয়োজনও করছেন। ভোটারদের নজর কাড়তে পোস্টারও সাঁটিয়েছেন এলাকায়। কেউবা উঠান বৈঠক করছেন।
জোটের প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে অংশ নিচ্ছে এমনটি ধরে নিয়েই সম্ভাব্য প্রর্থীরা শুরু করেছেন গণসংযোগ। নির্বাচনে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা না দিলেও ভেতরে ভেতরে ৩০০ আসনই একাধিক প্রার্থী জরিপসহ নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন বিএনপি এবং ২০ দলীয় জোটের প্রভাবশালী প্রর্থীরা।
দলের একটি নির্ভরযোগ্য সুত্র থেকে জানা যায়, জিয়া অরফানেস্ট ট্রাস্ট দূর্নীতি মামলায় ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া জেল-হাযতে যাওয়ার পূর্বে সর্বশেষ ২০ দলীয় জোটের বৈঠকে জোটের প্রতিটি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিজ নিজ আসনে মনোনয়নপত্র প্রায় চুড়ান্ত করা হয়েছে।
এক্ষেত্রে বেগম খালেদা জিয়া বলেন, আমাদের কাছে দল বড় বা ছোট বলতে কোন কথা নেই। জোটের প্রতিটি দলকে সমমর্যাদা দেয়া হবে। যেখানে যে প্রার্থী প্রয়োজন সেখানে তাকেই দেয়া হবে।
সূত্র জানায়, ২০ দলীয় জোট শরিকদের মধ্যে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ চট্টগ্রাম -১৩, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম চট্টগ্রাম-৫, বাংলাদেশের সাম্যবাদী দলের সম্পাদক কমরেড সাইদ আহমেদ নারায়ণগঞ্জ-৫, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভোলা-১, জমিয়তের নির্বাহি সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস যশোর-৫, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলে রাব্বি চেীধুরী গাইবান্ধা-৩, মহাসচিব মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন কুষ্টিয়া-২, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের হবিগঞ্জ-৪, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি কামরুজ্জামান খান কিশোরগঞ্জ-৫, জমিয়তের যুগ্ম মহাসচিব মহিউদ্দিন ইকরাম কুমিল্লা-৬, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান পিরোজপুর-২, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজাহারুল ইসলাম গাইবান্ধা-৫, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে তার মেয়ে জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসলিমা প্রধান দিনাজপুর-৩ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে জোটের দ্বিতীয় বৃহৎ শরিক দল জামায়াতে ইসলামী প্রায় ৫০টি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
এদিকে নারায়ণগঞ্জ থেকে সম্ভাব্য জোটের মনোনয়ন প্রত্যাশী কল্যাণ পার্টি থেকে প্রফেসর ড. ইকবাল হাসান নারায়ণগঞ্জ-২, জাতীয় পার্টি থেকে শফিউদ্দিন ভুইয়া নারায়ণগঞ্জ-৩ ও বাংলাদেশ ন্যাপের কামাল ভুইয়া নারায়ণগঞ্জ-৪ বলে জানা গেছে।