আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ জন রোহিঙ্গাকে ক্যাম্পে প্রেরণ করল সাতকানিয়া থানা পুলিশ

 সাতকানিয়া প্রতিনিধিঃ- পুনরায় ১৫ জন রোহিঙ্গাকে ক্যাম্পে প্রেরণ করল সাতকানিয়া থানা পুলিশ জোবাইর বিন জিহাদী, চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন এলাকা থেকে গতকাল ১৫ জন রোহিঙ্গাকে কক্সবাজারে প্রেরণ করার পর পুনরায়  ২২শে সেপ্টেম্বর জুমাবার সকাল ১০টায় উপজেলার বিওসি মোড় এলাকা থেকে ১৫ জনের মত রোহিঙ্গা নারী শিশুকে উদ্ধারের পর কক্সবাজার শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে। পুলিশ এ পর্যন্ত সাতকানিয়া থেকে ১৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করে শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে। জানা গেছে, মায়ানমারের রাখাইনে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা সাতকানিয়ার বিভিন্ন এলাকায় এসে আশ্রয় নিয়েছে; এমন খবর পেয়ে পুলিশ নজরদারি শুরু করে। আজ সকাল ১০টার দিকে কালিয়াইশ ইউপিস্থ বিওসি মোড় এলাকার রাজ মহল কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান করা কালে সাতকানিয়া থানার এসআই মাহমুদুল করিম’র নেতৃত্বে টিম উক্ত স্থানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। এর আগে গতকাল ১০নং কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাটে আশ্রয় নেয়া মোট ৯ জন জনকে উদ্ধার করে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। তাছাড়া ১৪নং পুরানগড় ইউনিয়ন থেকে ২৫ জন, ১৩নং বাজালিয়া ইউনিয়ন থেকে ১৬ জন, ১১নং কালিয়াইশ ইউনিয়ন থেকে ৭৭ জন, ৬নং এওচিয়া ইউনিয়নে আশ্রয় নেওয়া ১৫ জনকে গত ১ সপ্তাহের বিভিন্ন সময়ে থানা পুলিশ উদ্ধার করে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে প্রেরণ করে। এদিকে সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন এলাকায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ