সংবাদচর্চা রিপোর্ট
সমাজসেবক “আশু তালুকদার” এর ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বউ বাজার এলাকায় করোনা পরিস্থিতির কারণে গৃহবন্দী কর্মহীন-অসহায় দিনমজুর, নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) বিকালে তার নিজ বাসা থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় মহল্লার তরুন সমাজ ও সকল পর্যায়ের সমাজসেবিরা ত্রান বিতরন কার্যে তাকে সহযোগিতা করেন।
এসময় আশু তালুকদার জানান, করোনা ভাইরাসের মতো বিশ্ব মহামারী মোকাবিলায় যেখানে বিশ্বের দানবীয় শক্তিগুলো আজ নাজেহাল অবস্থায়, সেখানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে বলার মতো কিছু থাকেনা। তারপরেও বলবো দেশ ও আপনার পাড়া-প্রতিবেশি এমনকি আপনার নিজেকে বাচাতে অতি জরুরী কাজ ছাড়া অযথা বাসা থেকে বের হবেন না। আল্লাহ তায়ালা পরিস্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে রাখুন, মাস্ক ব্যাবহার করুন, ঘরে থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, যাতে আল্লাহ পাক আমাদের সকলকে এ মহামারী ভাইরাস থেকে মুক্ত করেন। আল্লাহ তায়ালার দেয়া সামর্থ অনুযায়ী ইনশাআল্লাহ আগামীতেও দেশের দুর্যোগ মোকাবিলায় এ ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরন কালে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ৩কেজি চাল, ১কেজি আটা, আধা কেজি ডাল, দেড় কেজি আলু ও ১টি সাবান, মাস্ক সহ নিত্যপণ্য রয়েছে।
ত্রান বিতরন কালে আরো উপস্থিত ছিলেন, কুতুবপর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু, মকসুদ তালুকদার, ইসলামিয়া বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি খালেকুজ্জামান মামুন, রাজিব তালুকদার, আব্দুর রাজ্জাক রাজা, দিদার মোক্তার, আজিজ, কাউসার, ইমন, সাজ্জাদ, সোহেল, প্রান্ত ইসলাম মমিন ও স্থানীয় তরুন সমাজ।