আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১২দিন পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ঘুম ভাঙলো

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : ২০ দলীয় জোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য সচিব, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা মুহাম্মাদ মাঈন উদ্দিন আহমাদসহ ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ভিন্ন মতালম্বী নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই ফুটে উঠেছে। একটি গণতান্ত্রিক দেশে এধরনের আচরন বহুদলীয় রাজনীতির জন্য কখানো শুভ হতে পারে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

বিবৃতিতে নেতৃবৃন্দ মাওলানা মাঈন উদ্দিন আহমাদসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান।

এদিকে গত ১৭ নভেম্বর গ্রেপ্তার হন মহানগর জামায়াতে ইসলামের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ সহ ১৩ জন। কিন্তু এতদিনেও এ ব্যাপারে বিএনপি কোন বিবৃতি দেয়নি।