নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারী শ্রমিকেন লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ২৮ জানুয়ারী সকালে শহরের ডিআইটি কলোনী থেকে সিয়ামের লাশ উদ্ধারের সময়ে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সিয়াম ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার মসজিদ গলিতে অবস্থিত হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত আজিজুর রহমানের হোসিয়ারীর শ্রমিক।
পরিবারের লোকজন জানান, রোববার রাত ৯টায় হোসিয়ারী থেকে বের হয় সিয়াম। এরপর সে বাসায় ফিরে না যাওয়ায় সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুজতে বের হয়। এসময় খবর পেয়ে কলোনির পিছনে পরে থাকা লাশ সনাক্ত করেন পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে।