আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় হেরোইন ইয়াবাসহ গ্রেপ্তার-৩

হেরোইন ইয়াবাসহ গ্রেপ্তার

হেরোইন ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ পুরিয়া হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ৩০ জুন দিবাগত রাতে আলীগঞ্জ এলঅকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নবীন হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে। সে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকার মৃত হাশেমের ছেলে।
থানা পুলিশ আরেকটি অভিযান চালিয়ে পাগলা নয়ামাটি এলাকা থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিফাত (১৯) কে গ্রেপ্তার করেছে। সে নয়ামাটি এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ৩০ জুন বিকেলে ১৬ পুরিয়া হেরোইনসহ কামাল হোসেন (৪০) কে কাশীপুর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত চাঁনমিয়ার ছেলে ।
এব্যপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।