নিজস্ব প্রতিবেদক:
নাশকতার মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল, মুফতি আজিজুল হক ও মাওলানা আশরাফ হোসেন।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এ তিনজনকে জামিন দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু আসামিদের জামিনের বিষয়ে নিশ্চিত করেন।
এর আগে গত রবিবার নারায়ণগঞ্জে ২০১৩ সালের সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় একই আদালত জেলা হেফাজতে ইসলামের আমির আব্দুল আউয়ালসহ তিন হেফাজত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৩ সালের হেফাজতের অবরোধ কর্মসূচিতে নাশকতার ঘটনায় দায়ের করা সোনারগাঁ থানার একটি মামলার রবিবার চার্জ গঠনের ধার্য্য তারিখ ছিল। আদালতে আসামিরা উপস্থিত না হওয়ার কারনে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।