সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা কে মাদক সন্ত্রাস মুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। তিনি সম্প্রতি মাদককের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফল হয়েছেন নগরবাসীর কাছে। সর্বশেষ পাগলার মেরিআন্ডারসনে পুলিশ সুপারের নির্দেশে সদর থানা পুলিশ ও ডিবি অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য সহ প্রায় ৭০ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।
মেরিএন্ডারসনে মাদক সাপ্লাইয়ের সাথে সাংসদ শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু জড়িত । তখন থেকে নারায়ণগঞ্জ শহর গরম হতে থাকে । টিটুকে মাদকের সাথে জড়ানোর প্রতিবাদে ব্যবসায়ী নেতা রাজাকারপুত্র খালেদ হায়দার পুলিশকে হুঙ্কার দেয়।
২৪ ঘন্টার মধ্যে পুলিশ কে ক্ষমা চাইতে বলে। শুধু তাই নয় আওয়ামীলীগের কর্মী সভায় নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান পুলিশ সুপার কে হুঙ্কার দিয়ে বলেছেন, এটা গাজীপুর নয় এটা নারায়ণগঞ্জ । মশা মারতে কামান লাগে না। নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন আমার ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করলে নারায়ণগঞ্জ স্তব্ধ হয়ে যাবে। সেলিম ওসমান পুলিশ সুপারকে ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারক লিপি দেয়ার কথা ছিলো গতকাল কিন্তু তিনি দেন নাই।
সম্প্রতি একটি অনুষ্ঠানে শামীম ওসমানের সমর্থক শাহ নিজাম বলেছিলেন নারায়ণগঞ্জে শামীম ওসমানের মত লোক থাকলে প্রশাসন দরকার হয় না। সেই ঘটনায় ফতুল্লা থানার ওসি বাদী হয়ে নিজামের বিরুদ্ধে জিডি করেছে। শিশু সাদমান সাকি অপহরনের ঘটনায় কাউন্সিলর সজল জড়িত বলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ সজলের ঘটনার তদন্ত করছে। তাতে পুলিশ সুপারের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে শামীম সমর্থকরা। সকল প্রতিকুলতার মধ্যেও জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ অপরাধ দমনে পিছু হটেন নাই। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
পুলিশ সুপার হারুন রশিদ বলেছেন, অপরাধীরা যত বড় শক্তিশালী হোক না কেন অভিযান অব্যাহত থাকবে। যে কোন মূল্যে নারায়ণগঞ্জ সন্ত্রাস মুক্ত করা হবে। কে কি বললো সেটা আমার দেখার মত সময় নেই। আর পুলিশ সবার মন জয় করতে পারে না।