সংবাদচর্চা রিপোর্ট:
পৃথক ভাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে নানা আয়োজনে ৪৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবাল (২৬ শে মার্চ) শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন ,জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, আব্দুল হাই রাজু, খন্দকার আবু জাফর, মনিরুল ইসলাম রবি, মোশারফ হোসেন, আশরাফুল হক রিপন, হুমায়ন কবির রফিক, জেলা মহিলা দলের সভাপতি নুরনাহার, সাজেদা খাতুন মিতা, আয়েশা সাখাওয়াত দিনা, মহানগর মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া, স্বেচ্ছাসেবক দলের আনোয়ার সাদাত সায়েম, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহজালাল কালু, যুবদল নেতা ওসমান, রাসেল, ইমরান, মাসুদ, রাকিবুল দেওয়ান, সোহেল, মোজ্জামেল, মামুন।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে চাষাঢ়ায় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি এড. জাকির হোসেন, আয়শা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক ফজলুল হক, বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, এড. রিয়াজুল ইসলাম আজাদ, হাজী ফারুক হোসেন, এড. আনিছুর রহমান মোল্লা, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির মল্লিক, সদস্য সচিব আলী আজগর, বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সরদার, শওকত আলী লিটন, অহিদুল ইসলাম ছক্কু, মাকিদ মোস্তাকিম শিপলু।
শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর বিএনপির সহ সভাপতি এড.সাখাওয়াত হোসেন । শ্রদ্ধা নিবেদন শেষ সাখাওয়াত হোসেন বলেন, দেশে গণতন্ত্র নেই । খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে।
এদিকে গত মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় চাষাড়ায় স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকার । শ্রদ্ধা নিবেদন শেষে তৈমূর আলম খন্দকার সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের শপথ করিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন ,আজকে এই বিজয় স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতিশ্রুতি গ্রহণ করিতেছি যে, আমাদের যুদ্ধ শুরু হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। তিনি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, আন্দোলন চালিয়ে যাবো। আমাদের অন্য কিছু দরকার নাই, আমাদের প্রথম দরকার দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। আন্দোলন, রাজনীতি সবকিছুরই প্রধান শর্ত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি।
তিনি বলেন, এখন একমাত্র লক্ষ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। নারায়ণগঞ্জ বিএনপি কেন্দ্রের যে কোন কর্মসূচিতে পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এড. আব্দুল হামিদ ভাষানী, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
তৈমূর আলম জানান, আগামী ৩১ মার্চ আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ‘স্বাধীনতা, গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভা মাসদাইরে অবস্থিত তৈমূর আলম খন্দকারের বাড়িতে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে র্যালী করা হয়েছে। র্যালীতে ব্যাপক লোক সমাগম ঘটেছে। মহানগর যুবদলের র্যালীতে নেতৃত্ব দেন কাউন্সিলর খোরশেদ।