অনলাইন রিপোর্ট: টানা ১৭ বছর ধরে আমেরিকায় প্রশংসিত নারীদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখা হিলারি ক্লিনটনকে হারিয়ে এবার তার জায়গা দখল করেছেন দেশটির সাবেক ফাস্ট লেডি মিশেলা ওবামা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সম্পর্কিত সংস্থা গ্যালাপের এক জরিপে এতথ্য উঠে আসে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রশংসিতদের ওই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন টকশো উপস্থাপক অপরাহ উইনফ্রে। আর তালিকায় তৃত্বীয়তে স্থান পেয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারির নাম।
বিবিসি বলছে, ১৯৪৬ সাল থেকে জরিপ চালিয়ে আসছে গ্যালাপ। তবে ১৯৭৬ সালে জরিপ কার্যক্রম পরিচালনা করেনি তারা। এবারের জরিপে মোট এক হাজার ২৫জন অংশ নেন। প্রশংসা করার ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন- এমন প্রশ্ন করা হয় তাদের।
গ্যালাপের জরিপে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গত ১১ বছর ধরে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হিসেবে অবস্থান করে আছেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তালিকায় আছেন দ্বিতীয় স্থানে।