আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিন্দু মানেই আওয়ামী লীগের ভোট কথা ঠিক না: খোকন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, পূজা দেখলেই মনে হয় শৈশবের কথা। আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি। আমাদের নেতাকর্মীরা মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়ার নির্দেশে সারা রূপগঞ্জে হিন্দুদের মন্দির পাহাড়া দিয়েছে। আজকে একটি মহল চক্রান্ত করছে। তারা বলে যে হিন্দু মানে আওয়ামী লীগের সম্পত্তি ,আওয়ামী লীগের ভোট। কথা কিন্তু ঠিক না।

বৃহস্পতিবার ১০ অক্টোবর বিকালে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।