বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি এ্যাডঃ রবিন্দ্র ঘোষ সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের সাথে সাক্ষাত করেছেন। বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে তারা সাক্ষাত করেন। তারা হিন্দুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে হারুন অর রশীদ বলেন, হিন্দু ধর্মালম্বীসহ সকল ধর্মের মানুষের পাশে পুলিশ রয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবু দাশ মহন্ত।