অনলাইন রিপোর্ট
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে এখন অনেকটাই সুস্থ। মূত্রাশয়ে সংক্রমণের জন্য প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, সোমবার তাকে মুক্তি দেয়া হবে। যদিও কবে তিনি দেয়া হবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।পেলের মুখপাত্র জানিয়েছেন, এখনও জানা যায়নি কখন তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। তবে রোববার চিকিৎসকরা তার মুক্তির বিষয় নিয়ে কথা বলতে পারেন। তিন বারের বিশ্বকাপজয়ী ৭৮ বছরের তারকা ফুটবলার পেলে বুধবার অসুস্থ হয়ে ফ্রান্সের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। । টুইটারে পেলে নিজেই জানিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ।ওষুধগুলো কাজ করছে। এখন সুস্থবোধ করছি। মাঠে নামার জন্য পুরোপুরি ফিট। পেলের হাত ধরে ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০-এ বিশ্বকাপ জিতেছিল। সম্প্রতি তিনি প্যারিসে গিয়েছিলেন একটি বিজ্ঞাপনের কাজে। তার সঙ্গে ছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে।গেল নভেম্বরের অসুস্থতার কারণেই এমবাপের সঙ্গে দেখা করা স্থগিত রাখতে হয়েছিল। এর আগেও শারীরিক কারণে একাধিকবার ‘কালো মানিক’ খ্যাত এই মহাতারকাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ২০১৪ সালে কিডনির সমস্যার কারণে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাকে ইনটেনসিভ কেয়ারে রাখতে হয়েছিল