রেদওয়ান আরিফ
করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে রোগী শূন্য হয়ে পড়েছে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চাপ কমাতে বেশি অসুস্থ রোগী ব্যতিত অধিকাংশ ভর্তিকৃত রোগীকে ছাড়পত্র দিয়েছেন। দুই থেকে তিন দিন আগে রোগীদের ছুটি দিয়ে দেন বলে জানা গেছে। হাসপাতালে নার্সদের সুরক্ষা থাকার তেমন ব্যবস্থা দেখা যায়নি।
সরেজমিনের দেখা গেছে, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রোগী শূন্য। অন্যান্য ওয়ার্ডে কয়েকজন রোগী আছেন। বাকি বেড গুলো খালি পড়ে রয়েছে। এই হাসপাতালে অন্যান্য সময় এসব বেড রোগীদের ভিড়- থাকে। করোনা আতংকে কয়েকদিন আগে থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড গুলো ফাঁকা হতে শুরু করে।
হাসপাতালের নার্সরা জানান, দুই থেকে তিন দিন আগে বেশির ভাগ রোগীদের ছুটি দিয়ে দেয়া হয়েছে। তবে যারা বেশি অসুস্থ রোগী তাদের পরিচর্যা চলছে। নার্সরা আরও জানান, এখনো এই হাসপাতালে করোনা রোগী নেই। তবে আতঙ্কে অনেক রোগী চলে গেছে।
রোগীর স্বজনরা জানান, এই হাসপাতালের এখন অর্ধেক বেডই খালি। যারা ভর্তি আছে করোনাভাইরাস আতংকে তাদের স্বজনরা হাসপাতালে তাদের দেখতে আসে না। রোগী শূন্য হাসপাতালে অবস্থান করতে তারা ভয় পাচ্ছেন অনেকে। গত দুইদিন মানুষ আতংকে হাসপাতালের আউটডোরে ভিড় করলেও ভয়ে ভর্তি হননি অনেক রোগী।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চিকিৎসকরা হাসপাতালে রোগীদের সেবা প্রধান করলেও করোনাভাইরাস থেকে রক্ষায় নেই কোন পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই)। ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা করতে সরকারিভাবে তাদের দেয়া হয়নি বিশেষ কোন পোশাক। করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য এখনও পর্যন্ত হাসপাতালটিতে পৌছায়নি কীটও।