আনছারুল হক রাসেল: নবগঠিত হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাদিম আহমেদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ মার্চ হালুয়াঘাট পৌর নির্বাচনকে সামনে রেখে ১৪ মার্চ সকাল ১০ টায় অগ্রযাত্রা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ, আ.ন.ম সাদেকুর রহমান নঈম, আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহবায়ক কাজী বদরুদ্দোজা ইমন। মেয়র প্রার্থী নাদিম আহমেদ বলেন গত ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী না দেওয়াতে বিএনপি প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এবার পৌর মেয়রের ক্ষেত্রে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির উপজেলার কমিটিতে সদস্য পদও নেই। তাছাড়া আমরা যারা মামলা হামলা, ত্যাগ তিতিক্ষায় দলকে ধরে রেখেছি আমাদেরকে বাদ দিয়ে যাকে তাকে মনোনয়ন দিলে আমরা মেনে নিতে পারিনা। তিনি আরো বলেন বিএনপির উপজেলা কমিটির আহবায়ক আফজাল এইচ খান, সহ প্রায় ১০ জন যুগ্ম সম্পাদক আমাদের সাথে রয়েছেন। বক্তব্য শেষে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। তিনি সকলের কাছে কম্পিউটার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে পৌর বাসীর উন্নয়নের সুযোগ প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ ব্যবসায়ী, এনজিওকর্মী নারী-পুরুষ সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছিলেন হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন। সংবাদ সম্মেলন শেষে শত শত নেতাকর্মীদের নিয়ে হালুয়াঘাট বাজারে ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাত করে।