নবকুমার:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাইস্কুল কে সম্মাননা দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার সকালে রূপসী গাজী ভবনে মন্ত্রী এ সম্মাননা ওই স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন ।
এসময় উপস্থিত ছিলেন ,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব ডাঃ মো হানিফ সাউদ সহ অনেকে।
জানা গেছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিন বছর শতভাগ পাস সহ শতভাগ এ+ প্লাস পেয়েছে হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাইস্কুল। ভালো ফলাফলের জন্য গোলাম দস্তগীর গাজী হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাইস্কুলকে সম্মাননা দিয়েছে।
এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে শিক্ষাখাতে বিপ্লব ঘটেছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী ঝড়ে পড়া হ্রাস পেয়েছে।