আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতীবান্ধায় ঝড়ে স্কুল বিধবস্ত; খোলা আকাশের নিচে পাঠদান

হাতীবান্ধায় ঝড়ে স্কুল

হাতীবান্ধায় ঝড়ে স্কুল

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এবারে ঝড়ে বিধবস্ত হয়েছে। ফলে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। প্রচন্ড রোদের মধ্যে ক্লাস করতে গিয়ে একদিকে শিক্ষার্থীদের অসুস্থ্য হওয়ার সম্ভবনা রয়েছে। অন্য দিকে আকাশে মেঘ দেখলেই দেয়া হচ্ছে ছুটি।

জানাগেছে, গত ৩০ মার্চ শুক্রবার সকালে শিলাবৃষ্টিতে টিনের চালা ছিদ্র হয় এবং ১২ এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রচন্ড ঝড়ে বিদ্যালয়ের ছাউনি বিধবস্ত হয়ে যায়। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পাঠদান কার্যক্রম বন্ধ না করে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। কোমলমতি শিক্ষার্থীরা রোদে পুড়ে পাঠদান গ্রহন করছেন।

সরজমিনে বুধবার দুপুরে সেখানে গিয়ে কথা হয়, আরিফা জামান, লিমনসহ অনেকের সাথে তারা জানান, নিয়মিত স্কুলে আসি, কিন্ত ঝড়ে স্কুলের চাল উড়ে যাওয়ায় ক্লাশ করতে খুবই সমস্যা হয়। কয়েকদিন থেকে আমরা খোলা আকাশের নিচে ক্লাশ করছি, রোদে আমাদের খুব কষ্ট হচ্ছে।

এ বিষয়ে আমঝোল নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, গত ৩০ মার্চ শীলা বৃষ্টিতে বিদ্যালয়ের টিন ফুটো হয় এবং ১২ এপ্রিল রাতে বিদ্যালয়ের সব শ্রেনীকক্ষের ছাউনি বিধস্ত হয়ে গেছে। তাই বাধ্য হয়ে কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে ক্লাশ নিতে হচ্ছে। এ কারনে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও কম। বিদ্যালয়ের নিজস্ব কোন অর্থ না থাকায় মেরামত করা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, বিদ্যালয়ের মেরামতের সহযোগীতা চেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইউএনও ও উপজেলা চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ জানান, ঝড়ে আমঝোল ¤িœ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এতে পাঠদানের সমস্যা হচ্ছে। মেরামতের জন্য প্রধান শিক্ষকের আবেদন পাওয়া গেছে।