আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতীবান্ধায় অর্ধকোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন

হাতীবান্ধায় অর্ধকোটি টাকার

হাতীবান্ধায় অর্ধকোটি টাকার

হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় ৪৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই গ্রামের এনছানের মোড়ে ফিতা কেটে প্রকল্পটির উদ্ধোধন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

৪৭ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পে উপজেলার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয় হতে ভবানীপুর সিনিয়র মাদ্রাসা মোড় পর্যন্ত ৫শ’ ৫০ মিটার ও বাড়াই পাড়া এনছানের মোড় থেকে দেওকুড়া পুল পর্যন্ত ৫শ’ ৫০ মিটার দৈর্ঘ্য রাস্তা পাকাকরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) ফেরদৌস আহমেদ, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, ডাউয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেন বাবলা, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক দিলিপ কুমার সিংহ, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু কেশব চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মামুন ও বিশিষ্ট ঠিকাদার মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ।