আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গকে পর্যটন কেন্দ্র করার দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংলগ্ন অবৈধ স্থাপনা অপসরন করতঃ দুর্গ দু’টিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জ বাসী। রবিবার হাজীগঞ্জে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বলেন ষোড়শ শতাব্দিতে বার ভূইয়াদের নেতা ঈশা’খাঁ নির্মিত ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ এবং হাজীগঞ্জ কিল্লারপুল সংলগ্ন বিবি মরিয়মের মাজার তৎ সংলগ্ন মসজিদ সংস্কার করে অবৈধ স্থাপনা অপসারণ করতঃ দূর্গ দুটি চতুর্পাশ থেকে অবৈধ দখলদার মুক্ত করে উহা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য জোড় দাবি করা হয় এবং শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক নির্মানের দাবি জানানো হয়।

এই ঐতিহাসিক স্থাপনা দুর্গ দুটি নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যের অংশ, যা আমাদের নারায়ণগঞ্জের সভ্যতা, কৃষ্টি ও সংস্কৃতির ধারক ও বাহক বলে বক্তারা উল্লেখ করেন। ৪৫০ বছরের পুরনো ঐতিহ্য আজ এই ঐতিহাসিক নিদর্শন দুটি অযত্নে অবহেলায় বিলুপ্তি হতে চলছে। এই ঐতিহাসিক দুর্গ দুটি প্রতœতত্ত্ব বিভাগ ইতোমধ্যে সংরক্ষিত এলাকা হিসেবে চিহিৃত করেছেন। কিন্তু পরিতাপের বিষয় এই যে, বাংলাদেশ তথা বিশ্ব সভ্যতার ঐতিহ্য নারায়ণগঞ্জের গর্ব এই দুর্গ দুটি আজ অবৈধ দখলদারদের কারনে দৃশ্যমান নয়।