আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজারখীলের সেতু নির্মাণে বিষয়ে আলোচনায় রিজিয়া রেজা চৌধুরী

 

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়া কাঞ্চনা হাজারখীলের সেতু নির্মাণে সহযোগীতা করতে গ্রামবাসীদের সাথে আলোচনা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্যা রিজিয়া রেজা চৌধুরী।

আজ ১৫ই ডিসেম্বর রোজ জুমাবার কাঞ্চনা হাজারখীলে সন্ধ্যার পর এই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়,দীর্ঘদিন থেকে এই কাজের কোন সাড়া না পাওয়ার প্রয়োজনের তীব্রতায় এলাবাসীরাই এই কাজ করার উদ্দ্যোগ গ্রহণ করে।
এতে কাঞ্চনা ইউনিয়নের অত্র ওয়ার্ডের ইউপি সদস্য কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার মমতাজ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্যা ও সাংসদ সদস্য আবু রেজার পত্নী রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী নেতা সাঈদুর রহমান দুলাল, সাতকানিয়া তাতী লীগের সভাপতি সোহরাব রুপকানিয়া মাদ্রাসার সহ সুপার মোস্তাক আহমদ,সাবেক কাঞ্চনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম,ইউপি সদস্য মোহাম্মদ ছালাম,শহীদুল হক,অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ ও বর্তমান মহিলা সদস্যা রানু আচার্য্য ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার,আবু সামাহ,আব্দুল মজিদ ও মহি উদ্দীন সহ আরো অনেকই।

এই সময় প্রধান অতিথি রিজিয়া রেজা উক্ত সেতু নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সমসাময়িক বিষয়ে আলোচনা করেন এবং মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এমনকি তিনি নিজেই হেটে সাকোঁ পারাপারের অনুভূতিও প্রকাশ করেন।আর আগামীতেও যেকোন বিষয়ে সহযোগীতা করার আশ্বাস দেন।