আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইওয়ে ওসি কাইয়ুম-আলী সরদারের নেতৃত্বে রাস্তার পানি নি:কাশন ও যানযট মুক্ত রাস্তার পদক্ষেপ গ্রহন

হাইওয়ে ওসি কাইয়ুম

হাইওয়ে ওসি কাইয়ুম
ষ্টাফ রিপোটার:

সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরির মসজিদের সামনে রাস্তায় জমেথাকা পানি নি:কাশন ও যানযট মুক্তকরার লক্ষে কাচপুর হাইওয়ে ওসি মো: কাইয়ুম আলী সরদার বলিষ্ট পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার তিনি রাস্তায় নিজে দাড়িয়ে থেকে এ কাজে তদারকি করেন।

এসময় তার সাথে একাত্বতা প্রকাশ করেছে সোনারগাঁ থানার আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: আরিফ আহাম্মেদ। কাইয়ুম-আলী সরদার নিজে পানি সরানোর জন্য রাস্তার পাশে দারিয়ে থেকে সেলো মিশিন ভাড়া এনে পানি সরানোর কাজ করে থাকে । সে সময় সে বলে এই কাজ বাংলাদেশ রোর্ডস এন্ড হাইওয়ের , কিন্তু আমার উর্ধ্বতন কর্মকর্তারা তাদের সাথে কথা বলেছেন, এতে কোন রকম লাভ হয়নি তাই আমি আমার এসপি ও টিআই এর নির্দেশে এই কাজ করছি। মূলত এই রাস্তাটি ব্যবহার করেন মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্ট, টাইগার সিমেন্ট, মেঘনা পাওয়ার প্লান্ট, সামিট পাওয়ার প্লান্ট, ওরিয়ন পাওয়ার প্লান্ট সহ অনেক গুলো শিল্পপ্রতিষ্টান।
বাংলাদেশ পুলিশ এইরকম সেবামূলক কাজে সবসময়ই নিয়োজিত থাকে। আমিও চেষ্টা করি যাতে সর্বদা মানুষের কাজে নিয়োজিত থাকতে পারি। আমার সাথে আমার সহযোগী ছিলেন , এস আই সফিক, এস আই বেলায়েত, এস আই আসরাফ, টিএস আই সিরাজুল ইসলাম, এস আই ফরিদ ও কয়েকজন কনষ্টেবল ।

স্পন্সরেড আর্টিকেলঃ