সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের জালকুড়ি রাজমহল হলে পর্ন ছবি চালানোর অপরাধে ২ কর্মচারী কে এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (২৬ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কাউছার আহমেদের আদালত আসামীদের সশ্রম কারাদন্ডি দন্ডিত করে এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। দন্ডিত আসামীরা হলেন, জাহাঙ্গীর ও মিলন।
প্রসঙ্গত ২০১৪ সালে রাজমহল হলে ছবি চালানোর আগে ইচ্ছাকৃত ভাবে পর্ন ছবি চালানো হয়। তখন ঐ দুই আসামী কে গ্রেফতার করে পুলিশ।