আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হতাশায় শামীম পন্থীরা

সংবাদচর্চা রিপোর্ট :

হতাশায় সময় পার করছেন শামীম ওসমান সমর্থকরা। একের পর এক হামলা মামলার শিকার হয়ে অনেকে কারাভোগে রয়েছেন আবার অনেকেই গ্রেফতারি আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে নিরুদ্দেশে হয়েছেন। আবার অনেকেই দীর্ঘ দিন কারাভোগের পর জামিনে রয়েছে। এতো পথ অতিক্রম করেও শামীম পন্থীদের হতাশা কাটছে না। শামীম ওসমান অসুস্থ হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামীলীগ সেখানে শামীম বলয়ের মনোনয়ন প্রত্যাশী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রশিদ। প্রার্থী হয়েছেন আইভী বলয়ের জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান। মনোনয়ন দেয়ার সময় শামীম ওসমান দেশের বাইরে থাকলে তার সমর্থকরা মনোনয়ন দৌড়ে ছিটকে পড়তে পাড়েন।

আর আইভী পন্থী আবু সুফিয়ান ফাঁকা মাঠে গোল দিতে পারে। তবে আইভী বলয়েও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আইভী বলয়ের সমর্থকরা ঘা ডাকা দিয়ে রয়েছে দেশ দেশান্তরে। কখন যেন ফনির ঢল নেমে আসে তাদের শিবিরে। অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। তার হিসাব ও কসতে হতে পারে বর্তমান সময়ে। তাই আতঙ্কে রয়েছেন আইভী বলয়। তবে গত কয়েকদিনে নারায়ণগঞ্জ বাবুরাইল লেক এলাকায় দোকান বসাকে কেন্দ্র করে আইভীর মামা সহ তাদের বলয়ের লোকদেরম মদ্যে সন্ত্রাসী কায়দায় মারামরিও আলোচনায় রয়েছে। সূত্র, নারায়নগঞ্জে এসপি হারুন আতঙ্কের একটি নাম। যেখানে অন্যায় সেখানেই প্রদক্ষেপ। তবে সমাজের ভাল মানুষের কাছে তিনি একজন বীর সৈনিক। এর আগে ও পরে তার অনেক সুনাম যস পরিচিতি রয়েছে। তিনিই বাংলাদেশের ইতিহাতে একজন এসপি যিনি সংসদ ভবন থেকে বিএনপির একজন জনপ্রতিনিধিকে তাড়িয়ে দিয়েছেন।

গাজীপুরকে করতে পেরেছেন মাদক সন্ত্রাস ও জঙ্গিমুক্ত। অল্প কিছুদিনের মধ্যেই নারায়নগঞ্জকে সেই গাজীপুরের মত করতে সক্ষম হচ্ছেন। আর তার সাথে সায় দিয়ে ৪ আসনের এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান। বিভিন্ন সমাবেশে তার গুনগান গেয়েছেন। শামীম ওসমান সবসময় বলে অন্যায় করি না আর অন্যায়ের পশ্রয় ও দেই না। যে অন্যায় করে তার আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত। এদিকে ৫ আসনের সংসদ সেলিম ওসমান তার সাথে একমত পোষন করে তার এ যাএাকে স্বাগতম জানিয়েছেন। তিনি আতঙ্ক সেই সকল লোকদের কাছে যারা সমাজের ও দেশের শত্রু।
জানাগেছে ,গত বছরের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনের পূর্ব মূহুর্তেই তিনি এসপি হিসাবে যোগদান করেন নারায়নগঞ্জের মাটিতে। নির্বাচনের কারনে সন্ত্রাস, মাদক, ভূমিদস্যুসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলেও নির্বাচনের পরে তিনি নারায়নগঞ্জে বীর সৈনিক হিসাবে উপাধি পেতে শুরু করেন।
আর এ অবস্থানের কারনে শামীম ওসমান বলয়ে হতাশা ও আইভীর বলয়ে আতঙ্ক ছড়িয়ে পরে। বিশেষ করে শামীম ওসমানের আস্থাভাজন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ্ নিজাম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, সিদ্ধিরগঞ্জ যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, ডিস ব্যবসায়ী আব্দুল করিম বাবু প্রশাসনের নজরে পড়েন।

এর মধ্যে শামীম ওসমানের প্রসংসায় শাহ নিজামের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদির। আর ঐ সময় থেকেই হতাশায় পড়তে হচ্ছে শামীম বলয়ের। এদিকে শামীম ওসমানের শ্যালক টিটুর বিরুদ্ধে মেরিএন্ডারসনে সম্পিক্তার অভিযোগ উঠে। আবার ক্রীয়া জগৎ সহ নারায়নগঞ্জের মাটি ও মানুষ এর প্রতিবাদ জানায়।

এদিকে ডিস বাবু ওরফে মাউরা বাবুর বিরুদ্ধে অনেকেই চাঁদাবাজি মামলা দায়ের করেন। আর সেই চাঁদাবাজির মামলায় বর্তমানের সে কারাভোগে রয়েছেন। এছাড়াও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে রুপায়ন হাউজিং এর বাসিন্দাদের উপর সন্ত্রাসী হামলার মামলাও হয়। এছাড়াও সদর, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় চলে পুলিশের সাঁড়াশী অভিযান। এখন অনেক রাগো বোয়াল রয়েছে তাদের হাত ছানি দিতে। এতো ইতিহাসের পরও শামীম বলয়ে হতাশার রেস কাটলেও আইভী বলয়ের রেস এখনও দরজায় নক করছেন। কখন যেন হাজির হয় সেই লড়াকু সৈনিকেরা।