আজ সোমবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী কাল রূপগঞ্জে বিনামুল্যে ১০ হাজার হজে গমন ইচ্ছুকদের হজ প্রশিক্ষণ

হজ প্রশিক্ষণ

হজ প্রশিক্ষণ

রূপগঞ্জ  প্রতিনিধি : আগামীকাল ৭ জুলাই শনিবার দিন ব্যাপী  রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে ১০ হাজার হজ গমনোচ্ছুককে হজ প্রশিক্ষণ দেয়া হবে। যাতে হজের কার্যক্রম সঠিক ও সহজ ভাবে করতে পারে সেই লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মারুফ শারমিন স্মৃতি সংস্থার উদ্যোগে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।

মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, কালিগঞ্জ, মাধবদী, নরসিংদী, বন্দরসহ বেশ কয়েকটি উপজেলা থেকে হজে গমন ইচ্ছুকরা প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন। প্রশিক্ষণ পরিচালনা করবেন, মারুফ শারমিন স্মৃতি সংস্থার  প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া, সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ভুইয়া, আলহাজ্ব জিয়াউল হক খাঁন, আলহাজ্ব শওকত আলী।

মারুফ শারমিন স্মৃতি সংস্থার সভাপতি এনামুল হোসেন বলেন, কেউ যদি প্রশিক্ষণে অংশ গ্রহন করতে আগ্রহী থাকেন, তাহলে অংশ গ্রহন গ্রহন করতে পারবেন। সকালে নাস্তা ও দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে। সকাল ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।

স্পন্সরেড আর্টিকেলঃ